গাঁথুনির দেয়াল নির্মাণ Engineersbd.net
গাঁথুনির দেয়াল নির্মাণ Engineersbd.net
- গাঁথুনির দেয়াল নির্মাণ কাজ ফ্রেমড স্ট্রাকচারে ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা ভার বহন কারী দেয়ালের ক্ষেত্রে। বীম-কলাম-স্ল্যাব বিল্ডিং এ ইটের দেয়াল পার্টিশন ওয়াল হিসাবে কাজ করে আর Load Bearing Wall এ ইটের দেয়াল বিল্ডিং এর ভার
বহন করে। তবে উভয় ক্ষেত্রেই নিচের বিষয়গুলোর দিকে কঠোর মনোযোগ দিতে হবে যাতে রাজমিস্ত্রিরা এ ধরণের ভুলগুলো না করতে পারে-
- ইটগুলো ভালভাবে ভিজিয়ে নিতে হবে যাতে তা মসলার পানি শোষণ না করে।
- গাথুনীর লে- আউট দেওয়া।
- দুই ইটের মধ্যে এবং চারপাশে মসলার পরিমাণ ২ থেকে ৩ সুতা এর চেয়ে বেশি হবে না। মনে রাখতে হবে মসলার চেয়ে ইট অনেক বেশি শক্ত। অতএব, দেয়ালে মসলার চেয়ে ইটের সংখ্যা যত বেশি হবে দেয়াল তত শক্তিশালী হবে।
- একবারে সাড়ে ৪ ফুটের বেশি গাঁথুনি করা উচিত নয়। কারণ, ইট যত বেশি হবে তত নিচের ইটগুলোর উপর চাপ বাড়বে এবং উপরের ইট গুলোর ওজনে নিচের জয়েন্ট গুলোর মসলা থেকে পানি বেরিয়ে যাবে ও জোড়াগুলো দূর্বল করে দেবে।
- ইটের মার্কা উপরের দিকে থাকবে।
- দেয়াল যেন নিচে এবং উপরে এক সমান্তরালে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
- দুই ইটের মাঝখানে পরিপূর্ণভাবে মসলা দিতে হবে।
গাঁথুনির দেয়াল নির্মাণ Engineersbd.net
Also Read:
- ইট-Bricks Engineersbd.net
- সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর engineersbd.net
- সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উত্তর(২) engineersbd.net
- সাইটে অপচয় রোধে করণীয় engineersbd.net