পিএলসি গঠনপ্রণালী | সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট | PLC Bangla Tutorial engineersbd.net
পিএলসি গঠনপ্রণালী
পিএলসি গঠিত হয়েছে তিনটি সেকশন নিয়ে।
১.সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট
২. ইনপুট/আউটপুট
৩. পাওয়ার সাপ্পালাই
সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট
ইনপুট/আউটপুট
ইনপুট
এটি ইনপুট ডিভাইস হতে প্রাপ্ত তথ্যগুলিকে লেডার ডায়াগ্রাম অনুযায়ী আউটপুট ডিভাইসের বিভিন্ন অংশে পাঠায়। এখানে উল্লেখ্য যে, ইনপুট ডিভাইস হতে প্রাপ্ত তথ্যের সাথে সিপিইউ ডায়াগ্রাম অনুযায়ী নিজস্ব কিছু তথ্যও সংযোগ করতে পারে।
আউটপুট
ইহা সিপিইউ হতে আগত তথ্যগুলিকে রিলে সুইচের মাধ্যমে মেশিনে পাঠায়। এবং মেশিন সেই মোতাবেক কাজ করে থাকে (মেশিনে ব্যবহৃত ডিভাইস অনুযায়ী রিলে ব্যবহার নাও করা লাগতে পারে)। মেশিন কর্মরত অবস্থায় সেন্সর সহ অন্যান্য ডিভাইসের মাধ্যমে পুনরায় ইনপুটে তথ্য প্রদান করতে থাকে। এবং এই ভাবে চক্র ক্রিয়া অটোমেটিক ভাবে চলতে থাকে।
পাওয়ার সাপ্লাই
-
হাউজ ওয়্যারিং এর কাজ করার জন্য কি কি লাগবে (পর্ব-২)
-
হাউজ ওয়্যারিং এর কাজ কিভাবে করতে হবে (পর্ব-৩) | Electrical house wiring bangla | Electrical Bangla Book
-
ওপেন ওয়্যারিং কিভাবে করতে হয় (পর্ব-৪) | Electrical house wiring bangla |
-
কিভাবে পয়েন্ট লাগানোর কাজ করবেন (পর্ব-৫) | Electrical house wiring bangla |