- সাইটে ড্রয়িং ও ডিজাইনের ভিত্তিতে কাজ করতে হবে।
- সঠিক ভাবে মালামাল রিসিভ ও issue করতে হবে।
- কাজের শেষে মালামাল গুলি সঠিক স্থানে গুছিয়ে রাখতে হবে।
- স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করতে হবে।
- First in First out রোল মেনে গোডাউন হতে মালামাল আউট করতে হবে।
- ব্রিক ওয়াল ও প্লাস্টারের স্থান অবশ্যই পরিষ্কার থাকতে হবে।
- আর,সি,সি সারফেস সমতল থাকতে হবে।
- ব্রিক সারফেস সমতল থাকতে হবে।
- কাটপিছ রড স্টোরে রাখতে হবে।
- খালি সিমেন্ট ব্যাগ, খালি রং এর পট, পিভিসি পাইপ এর কাটপিছ ইত্যাদি নির্দিষ্ট স্থানে রাখতে হবে।
- লাইট ও ফ্যান ইত্যাদি বিনা কারণে চালু রাখা যাবে না।
- পাম্প চালু করে পাইপ দিয়ে গোসল না করে ড্রামে পানি নিয়ে গোসল করতে হবে।
- মিটার রিডিং এর জন্য ডেইলি রেজিস্টারের ব্যবস্থা থাকতে হবে।
- অতিরিক্ত মালামাল মেঝের যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। যেমন: ইট, বালি, সিমেন্ট ব্যাগ ইত্যাদি।
- শেষ বেলার দিকে মর্টার বা কংক্রিট হিসেব করে বানাতে হবে যাতে অতিরিক্ত না হয়।
- বার সিডিউল করে রড হিসাব করে কাটতে হবে।
- মর্টার তৈরির সময় সামনে থাকতে হবে।
- প্রতিদিনের ম্যাটেরিয়ালস এর হিসাব প্রতিদিন করতে হবে।
- গোডাউনের নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে।
- দক্ষ লোকবল দিয়ে কাজ করতে হবে।
অতত্রব অপচয় রোধে উপরোক্ত পয়েন্ট গুলো একজন সাইট ইঞ্জিনিয়ার কে অবশ্যই মেনে চলতে হবে। মেনে না চললে নির্মাণ ব্যয় বৃদ্ধি পাবে, যা কোনভাবেই কাম্য ন।।
3 Responses
[…] সাইটে অপচয় রোধে করণীয় engineersbd.net […]
[…] সাইটে অপচয় রোধে করণীয় engineersbd.net […]
[…] সাইটে অপচয় রোধে করণীয় engineersbd.net […]