সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উত্তর(২) engineersbd.net
সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উত্তর(২) engineersbd.net
৪১.এক গ্যালন পানির ওজন কত?
উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।
৪২.এক পাউন্ড সমান কত কেজি?
উ: . ৪৫ কেজি।
৪৩.১ ঘনমিটার কত ঘনফুট?
উ: ৩৫.২৮ ঘনফুট।
৪৪.গাছ কাটার সময় কখন?
উ: শীতকালে।
৪৫.সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি?
উ: সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।
৪৬. জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন?
উ: জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন।
৪৭.পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?
উ: হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়।
৪৮.UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?
উ: UPVC – ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না।
PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।
৪৯.হার্ড বোর্ড কি?
উ: এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।
৫০.বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?
উ: 39″,36″, 33″,30″ অর্থাৎ 3″ interval এ শাটার গুলো পাওয়া যায়।
Also Read: